হ্যাঁ, আপনাকে চারপাশের ঘটনাগুলি সম্পর্কে নোটিফায়েড করা হয়। যখনই কোনও গুরুত্বপূর্ণ বা বড় নিউজ ব্রেক হয়, তখনই আমরা নোটিফিকেশনস পাঠাই। আপনি শেষবার যে ভাষায় পড়েছেন, সেই ভাষাতেই নোটিফিকেশন পাঠানো হয়।  যদি কোনও অজানা ভাষায় আপনি নোটিফিকেশনস পান, তা হলে অনুগ্রহ করে আপনার ক্লায়েন্ট আইডিটি (প্রোফাইল সেকশনের সেটিংসে দেখা যাবে) শেয়ার করুন এখানে [email protected]